শিক্ষার আলো ডেস্ক
আন্তর্জাতিক গণিত টুর্নামন্ট ম্যাথমেটিক্স উইদাউট বর্ডার (MWB) প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। এছাড়াও প্রতিযোগিতায় একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা।
২০১৩ সাল থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বিশ্বজুড়ে করোনার সংক্রমণের কারণে ৬ থেকে ৮ আগস্ট ভার্চ্যুয়ালি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ বছর আয়োজক দেশ ছিল বুলগেরিয়া। বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চীন, বুলগেরিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও আরো ১১টি দেশের ১ হাজার ২৩৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।
আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ জিতেছে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী এস এম আব্দুল ফাত্তাহ।
আর সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকার শিক্ষার্থী আফিয়া জাহরা রৌপ্য এবং উত্তরা হাই স্কুল, ঢাকার শিক্ষার্থী মারজান আফরোজ জিতেছে ব্রোঞ্জ পদক।
এছাড়াও এস এম আবদুল ফাত্তাহ ২৪ জন স্টার অব দ্যা টুর্নামেন্টের একজন হওয়ার গৌরব অর্জন করেছে।
ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি দেশজুড়ে গণিত উৎসবের মাধ্যমে এই আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতার জন্য দল নির্বাচন করেছে।
Discussion about this post