ইয়ুসরা হোসাইন,চতুর্থ শ্রেণি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক।যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।আমরাও স্বাধীন দেশের নাগরিক হতে পারতাম না।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে।তাঁর বাবার নাম শেখ লুৎফর রহমান,মাতার নাম সায়রা খাতুন।বাবা-মা তাঁকে ছোটবেলায় খোকা বলে ডাকতেন।খোকা খুব আদরের নাম।দেশের নানা কথা ভাবতে ভাবতে বড় হয় খোকা।স্কুল পার হয়ে খোকা কলেজে ঢোকে।বাংলার মানুষের কথা ,দেশের কথা তাঁকে নিয়মিত ভাবায়।তিনি পার হন কলেজের চৌকাঠ।আরও বড় হন তিনি।যুক্ত হন রাজনীতির সঙ্গে।গরিব মানুষের দুঃখ দূর করার জন্য আন্দোলন করেন।এভাবে তিনি হয়ে উঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Discussion about this post