শিক্ষার আলো ডেস্ক
করোনা মহামারির কারণে দীর্ঘ ১৭ মাস ধরে বন্ধ রয়েছে স্কুল । ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতদিন পর স্কুল খোলার স্বপ্ন নিয়ে নরসিংদীর সাটিরপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী অবন্তী দাস আরতীর(১১) আকাঁ ছবি স্থান পেয়েছে ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজের ‘ইউনিসেফ সুপারস্টার’ এর তালিকায়। মহামারির পর কেমন পৃথিবী হবে, এ নিয়ে অবন্তীর কল্পনাই ফুটে উঠেছে তার আকাঁ ছবিতে।
অবন্তী দাস আরতী নরসিংদী পৌর এলাকার পাতিল বাড়ি মহল্লার অলক কুমার দাসের কন্যা। তার বাবা অলোক কুমার দাস বলেন, দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ। তাই আমার মেয়ে বাসায় বসে ছবি আকঁতো। তার মনের সব কল্পনা সে ছবি এঁকে প্রকাশ করতো।
তিনি আরও বলেন, ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে তার আকাঁ ছবি পোস্ট করা হয়। অবন্তীর নিজ হাতে আকাঁ ছবি ইউনিসেফ সুপারস্টার নির্বাচিত হওয়ায় সত্যি আমি আনন্দিত।
Discussion about this post