শিক্ষার আলো ডেস্ক
মাত্র ১০ বছরের শিক্ষা জীবনে ১১ বার জাতীয় পুরস্কার অর্জন করায় কৃতি ছাত্রী নৈঋতা হালদারকে সম্মাননা দিয়েছে টাঙ্গাইলের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি এবার এই স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে সম্মাননা দেওয়া হয়।
অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন এবং নৈঋতার মা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক চিনু রানী বিশ্বাস।
বক্তারা বলেন, টাঙ্গাইলের মতো মফস্বল শহরের একটি স্কুল থেকে ধারাবাহিকভাবে ১১টি জাতীয় পুরস্কার অর্জন নি:সন্দেহে একটি বিরল ঘটনা। বিভিন্ন ক্যাটাগরিতে এতগুলো পুরস্কার অর্জনকারী ছাত্রী দেশে আর কেউ আছে কি না আমাদের জানা নেই।
সম্মাননা পেয়ে নৈঋতা হালদার আবেগময় অনুভূতিতে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে তার ভবিষ্যৎ জীবনের জন্য আশীর্বাদ চান। পরে নৈঋতা হালদারের হাতে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা।
Discussion about this post