শিক্ষার আলো ডেস্ক
আইজাক আইনস্টাইনকেও বুদ্ধির পরীক্ষায় ছাড়িয়ে গেছেন ১২ বছরের এক স্কুল শিক্ষার্থী। মেনসা টেস্টে আইকিউ পরীক্ষায় আইনস্টাইনের চেয়ে ২ নম্বর বেশি পেয়েছেন ওই শিক্ষার্থী।
ওই শিক্ষার্থীর নাম বার্নাবি সুইনবার্ন। থাকেন বৃটেনের ব্রিস্টল শহরে। তার পছন্দের বিষয় গণিত এবং রসায়ন। বড় হয়ে একজন প্রোগ্রামার হতে চায় সুইনবার্ন। তার ইচ্ছা অক্সফোর্ডে পড়ার।
জানা গেছে, মেনসা টেস্টে আয়োজিত আইকিউ পরীক্ষায় ১২ বছরের বার্নাবি সুইনবার্নের স্কোর ১৬২। যেখানে আইনস্টাইনের আইকিউ ছিল ১৬০।
এই অসাধারণ স্কোরের কারণে বার্নাবি এ সপ্তাহে হাই আইকিউ সোসাইটিতে যোগ দেয়ার সুযোগ পেয়েছে। শুধুমাত্র জনসংখ্যার সর্বোচ্চ আইকিউ ধারীদের প্রথম ২ শতাংশ এই সোসাইটিতে যুক্ত হতে পারে। বার্নাবি প্রথম ১ শতাংশের মধ্যেই জায়গা করে নিয়েছে।
এ নিয়ে তার মা ঘিসলাইন বলেন, আমি আগে থেকেই জানতাম বার্নাবি বুদ্ধিমান। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে যে, নিজের ব্যাপারে সে আরও জানতে চায়। সে গণিত ও রসায়নে দারুণ। এছাড়া তার ক্রিপ্টোকারেন্সিতেও ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানান ঘিসলাইন।
তিনি আরও বলেন, আমরা জানতাম ও যথেষ্ট বুদ্ধিমান ও স্মার্ট। তবে ও নিজে চেয়েছিল, কেমন ওর বুদ্ধিমত্তা সেটা একটু পরীক্ষার মাধ্যমে দেখা হোক। তাই ও এই পরীক্ষায় বসেছিল।
Discussion about this post