অনলাইন ডেস্ক
চলতি মার্চ মাসে প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসছেন বিশ্বের সব চেয়ে কমবয়সী প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী। আগামী ১৫ মার্চ এই সফরে আসবেন বলে জানা গেছে। সফরকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আনোয়ার খান মডার্নে লেকচার দেওয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন তিনি।
গতকাল রবিবার (৬ মার্চ) আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. ফজলেহ আলী স্বাক্ষরিত এক আমন্ত্রণ পত্র সুবর্ণ আইজ্যাক বারী বরাবর পাঠানো হলে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুবর্ণ আইজ্যাক বারীর বাবা রাশিদুল বারী।
বাংলাদেশ সময় রাত ৮টার পর ফেসবুকের নিজের আইডিতে এক পোস্টে তিনি জানান, ‘আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য ড. ফজলেহ আলীর কাছ থেকে তাঁর বিশ্ববিদ্যালয়ে লেকচার দেওয়ার জন্য সুবর্ণ আইজ্যাক আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বাংলাদেশ সফরকালে তিনি এই লেকচার দেবেন।’
সুবর্ণ তার নতুন বই ‘জিরো হার্ট’ মোড়ক উন্মোচন করতে অমর একুশে বইমেলায় যাওয়ার আমন্ত্রণও পেয়েছেন। ১৬ এবং ১৭ মার্চ অমর একুশে গ্রন্থমেলার অন্যপ্রকাশ স্টলে থাকবেন বলে জানিয়েছেন তার বাবা রাশিদুল বারী।
বিশ্বের সবচেয়ে কম বয়সী অধ্যাপক হিসেবে স্বীকৃতি পাওয়া বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান সুবর্ণ আইজ্যাক বারী গণিত, পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন ও নিজের লেখা” দ্যা লাভ”গ্রন্থের মাধ্যমে বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিতি পেয়েছেন। এই কীর্তি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবেও স্বীকৃতি পেয়েছেন সুবর্ণ আইজ্যাক বারী।
সুবর্ণ আইজাক বারীর পরিচয়
সুবর্ণ বারীর ২০১২ সালের ৯ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেও তার শিকড় বাংলাদেশ। আমেরিকার নিউইয়র্কে বাবা-মা ও বড় ভাই রিফাত অপূর্ব বারীর সাথে থাকেন। বাবা রাশিদুল বারী যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার আগে চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।
বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির বারুচ কলেজে গণিতের খণ্ডকালীন অধ্যাপক এবং আধুনিক গণিত ও বিজ্ঞানের জন্য নিউ ভিশন চ্যাটার হাই স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। সুবর্ণর মা, রেমন বারি ওরফে শাহেদা বারি ব্রঙ্কস কমিউনিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং-এ ডিগ্রি নিয়েছেন।
Discussion about this post