শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিতর্কে সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের প্রাণ আরএফএল পাবলিক স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম উপমা। এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় (একক) তৃতীয় স্থান লাভ করেছে সে।
গত রোববার (৫ জুন) ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী হয়। সেখানে তাকে তৃতীয় স্থান লাভকারী হিসেবে পুরস্কৃত করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কুল পর্যায়ে বিতর্ক গত ১২ মে প্রতিযোগিতা শুরু হয়। পরে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতার আসর বসে যথাক্রমে ১৯, ২৪, ৩০ মে।
জারিন তাসনিম তার এই সাফল্যের জন্য সৃষ্টিকর্তার পরপরই মা-বাবার অপরিসীম অবদানের কথা উল্লেখ করেছে। পাশাপাশি তার স্কুল থেকেও সার্বক্ষণিক শিক্ষদের সহযোগিতা ও পরামর্শ পেয়েছে বলে জানিয়েছে সে।
অনুভূতি প্রকাশ করে জারিন জানায়, বিতর্কে ভালো করতে হলে নিজের ভেতর থেকে সংকোচ দূর করা দরকার। বিতর্কে ভালো করার জন্য পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়া এবং সাম্প্রতিক জ্ঞানার্জনও গুরুত্বপূর্ণ। আমি এখন পর্যন্ত যতটুকু শিখতে পেরেছি তা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই এবং সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। বর্তমান দেশের সৃজনশীল পাঠ্যক্রম পড়ালেখা ও বিতর্কের ক্ষেত্রে সহায়ক, যার জন্য বিতর্ক ও পড়ালেখা একসঙ্গে চালিয়ে যাওয়া তেমন কোনো সমস্যাই নয় বলে আমি মনে করি। আমি একজন ভালো মানুষ ও একজন ভালো চিকিৎসক হতে চায়।
জারিন তাসনিমের বাবা মো. আবুল বাশার জাতীয় পর্যায়ে মেয়ের এই সাফল্যে ভীষণ খুশি। তার চাওয়া মেয়ে আরও এগিয়ে যাক এবং একজন ভালো মানুষ হিসেবে তার চারপাশ আলোকিত করুক।
Discussion about this post