শিক্ষার আলো ডেস্ক
এবার বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার নিয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার পি কে প্রজ্ঞা রায়।
আজ রোববার (১১ জুন) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পি কে প্রজ্ঞা রায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রজ্ঞা রায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে ‘ক’ বিভাগে (ষষ্ঠ -অষ্টম) ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে বছরের সেরা মেধাবী হিসেবে নির্বাচিত হয়েছে। সে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাসিমপুর গ্রামের হরিপ্রসাদ রায়ের (গণিত প্রভাষক, মাহিগঞ্জ ডিগ্রি কলেজ) মেয়ে। প্রজ্ঞা রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির কৃতি শিক্ষার্থী।
পি কে প্রজ্ঞা রায়ের বাবা হরিপ্রসাদ রায় মেয়ের এই অর্জনে আনন্দিত ও গর্বিত। তিনি বলেন, আমার মেয়ে একাডেমিক ফলাফলের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমেও কৃতিত্বের সাক্ষর রেখেছে। যা আমাকেও সম্মানিত করেছে। মেয়ের জন্য আমি সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করি।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্রছাত্রী খুঁজে বের করার জন্য সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতাটির প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে সৃজনশীল মেধা অন্বেষণ নামে, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০২০ সাল থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ নামকরণ করা হয়। তিনটি শ্রেণি ও পাঁচটি বিষয়ে (একটি বিষয় কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের বিজয়ীদের হাতে দুই লাখ টাকা তুলে দেন প্রধানমন্ত্রী।
Discussion about this post