শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশের লজিস্টিক সেক্টরে কর্মীদের সক্ষমতা জোরদার করার জন্য চট্টগ্রামে শুরু হয়েছে প্রফেশনাল ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কোর্স (আইএসসিএম)।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নগরের রেডিসন ব্লু হোটেলের সম্মেলন কক্ষে এই কোর্সটির ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।
বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (বাফা) এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী, বাফা ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ড. মামুন হাবীব, প্রতিষ্ঠানটির বিসনেজ ডিপার্টমেন্টের ডিন ড. সৈয়দ মঞ্জুর কাদের ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এনামুল করিম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ইউএসএআইডি ট্রেড অ্যাক্টিভিটি সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কোর্সটি তৈরি করেছে, যা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যাবতীয় বিষয়গুলিকে কভার করবে। অন্যদিকে সিআইইউ হল প্রথম বিশ্ববিদ্যালয় যেটি তার শিক্ষার্থীদের পাশাপাশি এই খাতে কর্মরতদের জন্য কোর্সটিতে অংশ গ্রহণের সুযোগ রেখেছে। তাই এই কোর্সে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পাশাপাশি এই সেক্টরে কর্মরতরাও ভর্তি হতে পারবেন।
Discussion about this post