সৈয়দ আফতাব আহমেদ
প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের প্রশাসন পাবলিক চার্জ নিয়ে নতুন বিধি আরোপ করেছে। নতুন এই বিধির ফলে ইমিগ্রান্ট বা অভিবাসী কমিউনিটিতে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। কোন আইনি পরামর্শ না দিয়েও বলা যায়, পাবলিক চার্জের এই নতুন রুলটি ইউএসসিআইএস তথা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির রুল। তাই এখনো এটি কেবল আমেরিকার ভেতর থেকে গ্রিনকার্ড আবেদনকারীদের অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য।
আমেরিকার বাইরে থেকে যারা কনস্যুলার প্রসেসিংয়ের মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করবেন, তাদের আবেদন নিয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কাজ করে না। তাদের নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট অব স্টেট।
ডিপার্টমেন্ট অব স্টেট ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, পাবলিক চার্জের নতুন রুল বাস্তবায়নে তারা কিছুটা দেরি করবে, যতক্ষণ পর্যন্ত না ডিএস-৫৫৪০ নামের নতুন একটি ফরম প্রণয়নের কাজ শেষ হয়। ডিএস-৫৫৪০ নামের নতুন এই ফরম ন্যাশনাল ভিসা সেন্টার প্রথমে রিভিউ করবে এবং পরে কনস্যুলার অফিসার নির্ধারণ করবে, আবেদনকারীকে পাবলিক চার্জ হিসেবে ইনঅ্যাডমিজবল ঘোষণা করবে কিনা! তবে তারা ইতিমধ্যেই এ বিষয়ে ফরেন অ্যাফেয়ার্স ম্যানুয়ালে ব্যাপক পরিবর্তন এনেছে।
যেকোনো ইমিগ্রেশন ক্যাটাগরি পাবলিক চার্জের আওতাভুক্ত নয়। যেমন–রিফিউজি, অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টস, অ্যাসাইলি, ভাওয়া, টি ভিসা, ইউ ভিসা, ডাকা, এসইজে ইত্যাদি। বর্তমানে যদি কেউ এ ধরনের কোন একটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয় এবং তার ওপর যেহেতু পাবলিক চার্জের নিয়ম বর্তায় না, তাই তিনি পাবলিক চার্জ নিচ্ছেন।
এখন প্রশ্ন হলো, কেউ যদি ভবিষ্যতে অন্য কোন ক্যাটাগরিতে গ্রিনকার্ডের আবেদন করে, যেই ক্যাটাগরি পাবলিক চার্জ থেকে এক্সেম্পটেড নয়, তখন কি তিনি গ্রিনকার্ড পাবেন? উদাহরণ দেওয়া যাক। একজন অ্যাসাইলাম আবেদনকারী এখন পাবলিক চার্জ নিচ্ছেন। তার অ্যাসাইলাম আবেদন যদি মঞ্জুর হয়, তাহলে তিনি অ্যাসাইলি হিসেবে যে গ্রিনকার্ডের আবেদন করবেন, সেই আবেদনে এখন পাবলিক চার্জ নেওয়ার কারণে কোন অসুবিধা হবে না। তবে ওই একই ব্যক্তি যদি বিয়ের মাধ্যমে গ্রিনকার্ডের আবেদন করেন, সেই আবেদনে অ্যাসাইলাম পেন্ডিং থাকা অবস্থায় নেওয়া পাবলিক চার্জ বিরাট অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে।
একজন গ্রিনকার্ডধারী ব্যক্তি টানা ১২ মাস আমেরিকার বাইরে থাকলে তার গ্রিনকার্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তাই অনেকেই ছয় মাসের বেশি আমেরিকার বাইরে থাকলেও ১২ মাসের আগেই ফিরে আসেন। এতে করে নাগরিকত্বের আবেদন করতে একটু দেরি হলেও গ্রিনকার্ডের কোন ক্ষতি হয় না। কিন্তু, নতুন পাবলিক চার্জের নিয়মের কারণে ছয় মাসের বেশি সময় আমেরিকার বাইরে থাকলে আমেরিকার ঢোকার সময় ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। পাবলিক চার্জ গ্রাউন্ডে এ অবস্থায় যে কেউ ইনঅ্যাডমিজিবল ঘোষিত হতে পারে।
Discussion about this post