শিক্ষার আলো ডেস্ক
সাম্প্রতিক সময়ে খ্যাতনামা বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘ল্যানসেট’ বিশ্বের ১০ জন বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে। আর সেই সাময়িকীতে স্থান পেয়েছেন বাংলাদেশি অণুজীববিজ্ঞানী সেঁজুতি সাহা। তাঁকে নিয়ে ল্যানসেটের প্রকাশিত নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সতীর্থ বিশেষ করে নারী বিজ্ঞানীদের জন্য তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিশুদের বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত করতেও তিনি চেষ্টা করেন।
চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের পরিচালক হলেন সেঁজুতি সাহা। ল্যানসেট বলেছে, তিনি বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা নিয়ে সমতার পক্ষে জোরদার এক কণ্ঠ। সেঁজুতি ও সিএইচআরএফের দল মিলে জীবাণুর জিন নকশা উন্মোচন (জিনোম সিকোয়েন্সিং) ও ভাইরাসেরও গবেষণা করেন। শিশুদের আক্রান্ত করে এমন রোগ, ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়েও গবেষণা করছেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে সেঁজুতি সাহা বলেন, ল্যানসেট যখন আমার সাথে যোগাযোগ করে, আমি তো অবাক হয়েছিলাম যে তারা আমাদের কাজ সম্পর্কে এতটা জানে ও আগ্রহী এসব বিষয়ে। খুবই গর্ববোধ করছি ল্যানসেটের মতো একটি জার্নাল বাংলাদেশি বিজ্ঞানীকে নিয়ে প্রোফাইল লিখেছে। এটি বিশ্বের কাছে আমার দেশের ভাবমূর্তি আরও বেশি উজ্জ্বল করবে বলে আমি মনে করি।
উল্লেখ্য, সেঁজুতি সাহার নেতৃত্বে দেশে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের জিন নকশা উন্মোচন করা হয়। তিনি বলেন, সক্ষমতা থাকলে ইতিবাচক সকল কাজ সম্পন্ন করা যায়, এটি তারই এক উদাহরণ। দেশের প্রতি দায়িত্বটা আরও অনেকগুণ বেড়ে গেল। এই অর্জনটাকে অক্ষুণ্ন ও সমুন্নত রাখতে আমরা বিজ্ঞানীরা একসঙ্গে গবেষণা কাজ চালিয়ে যাব।
Discussion about this post