অনলাইন ডেস্ক
গত বুধবার (২২ নভেম্বের) নেপালের কোশি প্রদেশে অবস্থিত মাউন্ট আমা দাবলাম জয় করেছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার। ২০১২ সালের ১৯ মে তিনি এভরেস্ট জয় করেন। এ যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন পর্বতারোহী কাওসার রূপক ও তাশি শেরপা।
শুক্রবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন নিশাত মজুমদার।
পৃথিবীর অন্যতম দুরারোহ এই পর্বতচূড়া সম্পর্কে নিশাত মজুমদার তাঁর ফেসবুক পোস্টে লেখেন, ‘এই পাহাড় (মাউন্ট আমা) সম্পর্কে কিছু বলার শক্তি, সাহস বা যোগ্যতা কোনটাই আমার নেই। কেবল বলতে পারি এই পাহাড়ে আরোহণের সময়টুকু ছিলো দুঃস্বপ্নের মতো। আর শীর্ষ ছোঁয়ার সময়টুকু ছিলো স্বপ্নের মতো। এই স্বপ্ন বাস্তবে ঘটেছে কী-না তা কেবল বলতে পারবে Kawsar Rupok আর Tashi Sherpa । তবে এর পেছনের কারিগর আপনাদের মতো মানুষের দোয়া, প্রার্থনা ও ভালোবাসা। তাদের প্রত্যেকের প্রতি রাজাধিরাজ হিমালয়ের নির্মল পরশ পৌঁছে দিচ্ছি।’
আরও পড়ুন-প্রথম সাক্ষাতেই স্যার আমাকে বলেছিলেন,” তুমি নিশ্চিত জজ হবে”
‘আমা দাবলাম’ শব্দের অর্থ হলো মায়ের গলার হার। এর দীর্ঘ চূড়াগুলো দেখলে মনে হয় যেন কোনো মা তার সন্তানদের রক্ষা করছে। মাউন্ট আমা দাবলাম এর প্রধান শৃঙ্গের উচ্চতা ৬, ৮১২ মিটার (২২, ৩৪৯ ফুট)। এটি পৃথিবী দূরারোহতম ও বিপজ্জনক শৃঙ্গের একটি। ২০২২ সনের ২৫ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে এই পর্বত শৃঙ্গে পা রাখেন বাবর আলী।
Discussion about this post