ক্রীড়া ডেস্ক
করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধরত নিজ দেশ আর্জেন্টিনার ৬টি হাসপাতালের জন্য ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় পৌনে ৫ কোটি টাকা) দান করলেন লিওনেল মেসি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ‘ক্যাসা গারাহান’ নামের এক ফাউন্ডেশন জানিয়েছে, মেসির দেওয়া অর্থ দিয়ে করোনাযুদ্ধের সামনের সারির যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মী ও তাদের কর্মস্থল তথা হাসপাতালগুলোর জন্য চিকিৎসা সরঞ্জাম কেনা হবে।
নিজের প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’র মাধ্যমে এই অর্থ প্রদান করেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক। সংবাদমাধ্যম ‘জিনহুয়া’ এমনটাই জানিয়েছে।
মেসির দানের অর্থ ঠিকঠাক কাজে লাগানো হচ্ছে কিনা তা দেখভাল করবে ‘ক্যাসা গারাহান ফাউন্ডেশন’। ‘টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা (আর্জেন্টিনার স্বাস্থ্য সুরক্ষায় সবাই একতাবদ্ধ) এই স্লোগান নিয়ে একটি তহবিল চালাচ্ছে সংস্থাটি।
আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও সান্তা ফে রাজ্যের ৬টি হাসপাতালে করোনা আক্রান্তদের সকল চিকিৎসাসেবা মেসির টাকায় দেওয়া হবে। এছাড়া মেসির টাকা হাসপাতালগুলিতে অক্সিজেন ট্যাংক, শ্বাসযন্ত্র, পিপিই, মাস্ক, গ্লাভস ইত্যাদি কেনা হবে।
এর আগে করোনাযুদ্ধে লড়াইয়ের জন্য বার্সেলোনার একটি হাসপাতালকে ১ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) দান করেছিলেন লিওনেল মেসি। ওই টাকায় হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ওই হাসপাতালে করোনার প্রতিষেধক বের করতে যে গবেষণা চালানো হচ্ছে তার খরচের একটা অংশ মেসির দান করা অর্থ থেকে দেওয়া হচ্ছে।
গত এপ্রিলে করোনায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়া বার্সেলোনা ক্লাবের নিম্ন আয়ের স্টাফদের শতভাগ বেতন নিশ্চিতের জন্য মেসি ও তার সতীর্থরা বেতনের ৭০ শতাংশ কম নিয়েছেন।
Discussion about this post