ক্রীড়া ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। যার কারণে এবার ঈদ পালনও সম্ভব নয় দেশে। প্রতি বছর আত্মীয়-স্বজনদের নিয়ে মানুষ ঈদ উদযাপনে মাতলেও এবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন হতে যাচ্ছে। তবে এমন করুণ সময়েও দুস্থ মানুষদের ঈদের দিনটা রাঙিয়ে দিতে জন্মস্থান বাগেরহাটের ৩০০ দুস্থ মানুষকে ঈদ উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন।
শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঈদ উপহার দেওয়ার কয়েকটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‘করোনায় সবার মাঝে একটা অদৃশ্য আতঙ্ক কাজ করছে। মানসিক অবস্থা ভালো নেই কারও।
এর মাঝে আমাদের প্রিয় উৎসব ঈদ সামনে। বরাবর আমরা যেভাবে ঈদ উদযাপন করি এবার তেমনটা হচ্ছে না। বিশেষ করে গরীব দুস্থ মানুষের জন্য ব্যাপারটা আরো কঠিন। করোনার কালো অধ্যায়ে তাই সিদ্ধান্ত নিলাম আমি আমার বাগেরহাটে ৩০০ টা দুস্থ মানুষদের ঈদের দিনটা রঙিন করতে ঈদ উপহার দিবো। আমার বিশ্বাস অনেক বিত্তশালীরা সমাজের দুস্থ মানুষদের জন্য ঈদের দিনটা রাঙাতে চাইবেন।’
Discussion about this post