ক্রীড়া ডেস্ক
করোনাকালে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। প্রাণঘাতী ভাইরাসে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এবার একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে সংস্থার ফাউন্ডেশন। এতে খেলবেন বিশ্বনন্দিত সব ফুটবলার। মূলত বিশাল অঙ্কের অর্থ সংগ্রহে তারকাখচিত ম্যাচ আয়োজন করার চিন্তাভাবনা করছে তারা।
বিশ্বের কমবেশী সব দেশেই করোনার সংক্রমণ ঘটেছে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে লাখ লাখ মানুষ প্রাণ খোয়ানোর শঙ্কায় ভুগছেন। স্বভাবতই বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য সংক্রান্ত টেকনোলজি, ডায়াগনস্টিক, থেরাপি ও ভ্যাকসিনের কাজ দ্রুতগতিতে চালাতে হবে। এ জন্য বিপুল অর্থের প্রয়োজন। সেসব ক্ষেত্রে অনুদান দিতেই ম্যাচটি অনুষ্ঠিত করতে চাচ্ছে ফিফা।
বিশ্ব ফুটবলের নীতিনির্ধারণী সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এ মহামারীর বিরুদ্ধে বিশ্ববাসীর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করা আমাদের নৈতিক দায়িত্ব। এ জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। দুর্যোগকালে আমাদের সংঘবদ্ধতা প্রদর্শন খুবই জরুরি।
তিনি বলেন, করোনাযুদ্ধে ইতিমধ্যে নানাভাবে আমরা শামিল হয়েছি। বেশ কিছু ক্যাম্পেনের মাধ্যমে মানুষকে সজাগ রাখার চেষ্টা করছি। মানবঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়তে নানা দেশকে আর্থিকভাবেও সাহায্য করেছি। তবে এবার বড় অনুদানের লক্ষ্যে বিগ ম্যাচের ভাবনা করছি।
আদতে এ নিয়ে বড় পরিসরে চিন্তাভাবনা করছে ফিফা। সর্বগ্রাসী করোনা রুখতে ফুটবল জগতের বাইরেও এ ম্যাচের মাধ্যমে তহবিল জোগাড় করতে চাইছেন তারা।
ফিফা ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান মাউরিসিও ম্যাকরি বলেন, বিশ্বজুড়ে শুধু ফুটবল সম্প্রদায়কেই নয়, পাশাপাশি বেসরকারি স্টেকহোল্ডার, অন্যান্য আর্থিক-দাতব্য প্রতিষ্ঠান; প্রায় সবাইকে এ ম্যাচের অংশ করতে চাই। কেবল করোনা নয়,। পরে যাতে গোটা বিশ্ব এ ধরনের মহামারীর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে চাই আমরা।
তবে কবে এ খেলা হবে কিংবা কাদের খেলতে দেখা যাবে– এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি ফিফা ফাউন্ডেশন। এর সিইও ইউরি জোরকায়েফ বলেন, শিগগির খেলার দিনক্ষণ, কারা অংশগ্রহণ করছেন– এ সংক্রান্ত সব তথ্য জানিয়ে দেয়া হবে। এ নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে আমাদের। সব চূড়ান্ত হয়ে গেলেই বলে দেব।
তথ্যসূত্র: দ্য হিন্দু/ইন্ডিয়া টাইমস
Discussion about this post