ক্রীড়া ডেস্ক
করোনা থেকে বাঁচতে ‘সংক্রমণমুক্ত’ বল ব্যবহারের কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের করোনাভাইরাসের ঝুঁকিমুক্ত রাখতে ক্রিকেট বলে পরিবর্তনের কথা উঠছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাইন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কন্টুরিস জানিয়েছেন, বলটি এখনো পরীক্ষামূলকভাবে ব্যবহার না হলেও ক্রিকেট কর্তাদের বিবেচনায় আছে।
এক ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন, ‘সংক্রমণমুক্ত বল আমাদের বিবেচনায় আছে। খেলায় কী ধরনের প্রভাব ফেলবে সেটা এখনো বলা কঠিন। কারণ এখনো আমরা পরীক্ষা করিনি। অবশ্যই আমাদের পরীক্ষা-পর্বের মধ্য দিয়ে যেতে হবে। আইসিসির সঙ্গেও কথা বলতে হবে। ব্যবহারের অনুমতি নিতে হবে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন আবিস্কারের বলটি যেমন আচরণ করবে এ ব্যাপারেও পরিস্কার উত্তর নেই কন্টুরিসের কাছে, ‘বলটা চামড়ার তৈরি। সংক্রমণ ছড়ানোর শঙ্কা কম। তবে আমরা জানি না খেলায় এটা কেমন আচরণ করবে, কতোটা কার্যকরী হবে। তবে আমরা অনেক কিছুই চেষ্টা করছি। সেই চেষ্টার একটা অংশ এটি। এবং এটা অবশ্যই বিবেচনায় আছে।’
আইসিসি কদিন আগেই ক্রিকেট বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছে। ঘাম ছাড়া বল উজ্জ্বল রাখতে অন্যকিছু ব্যবহার করা যাবে না। কন্টুরিস মনে করেন, আইসিসির নতুন নিয়মে অভ্যস্ত হওয়া ক্রিকেটারদের কঠিন হবে, ‘কেউ কেউ আঙ্গুল চুষে বল ধরতে অভ্যস্ত। কোনো না কোনোসময় অজান্তে ভুল করবেই। আমাদের ক্রিকেটারদের সাধারণ বোধ বুঝতে হবে। একটা না একটা সময় তাঁরা ভুল করবে এবং কোনো কিছুই আদর্শ হবে না।’
Discussion about this post