খেলাধূলা ডেস্ক
মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই বাকের ব্যাথায় কাতর হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত সাভারেই জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানান, তামিম ইকবাল বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার হার্টে রিং পড়ানো হয়েছে । ফলে ব্লক কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকগণ।
ঢাকা থেকে ইতমধ্যে তার ভাই নাফিস ইকবাল ও স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।
আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম। শুরুতে মোহামেডানের স্পোর্টি ক্লাবের অধিনায়ক হিসেবে টসও করেছেন। এরপর হঠাৎই বুকে ব্যথা অনুভূত হয় তামিমের।
শুরুতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তামিমের অবস্থা এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারে তোলার মতো অবস্থাও ছিল না। পরে তাৎক্ষণিকভাবে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে নেওয়া হয়েছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও সক্রিয় ছিলেন। তার এই আকস্মিক অসুস্থতার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভক্তরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত উন্নতি হওয়ার আশা করছেন।
Discussion about this post