ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অন্যতম সেরা আম্পায়ার ইয়ান গোল্ড তার দেখা বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের নাম প্রকাশ করেছেন।
১৯৮৩ সালের ১৫ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ইয়ান গোল্ডের। একই বছরের ২২ জুন ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি। মাত্র ৬ মাসের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পান গোল্ড।
২০০৬ সালে আম্পায়ার হিসেবে অভিষেক হয় গোল্ডের। আইসিসির সেরা এ আম্পায়ার ৭৪টি টেস্ট, ১৪০টি ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের পর আম্পায়ারিং থেকেও অবসর নেন ৬২ বছর বয়সী গোল্ড।
১৩ বছর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে ইয়ান গোল্ডের দেখা সেরা তিন ব্যাটসম্যান হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।
সম্প্রতি এক ওয়েবসাইটকে ইয়ান গোল্ড বলেছেন, জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি- এই তিনজনের ব্যাটিং দেখতে ভালো লাগে। ক্যালিস হল ভেরি ভেরি ফাইন প্লেয়ার। সারা দিন ওর খেলা বসে দেখতে পারি। বিরাটের ক্ষেত্রেও তাই, আর শচীন। তবে নিজের জীবনের জন্য কাউকে ব্যাট করতে হলে আমি শচীনকেই চাইব।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং প্রসঙ্গে গোল্ড বলেছেন, পন্টিংয়ের সেরাটা আমি দেখতে পাইনি। ও ছিল অসাধারণ এক চরিত্র, অসাধারণ ক্যাপ্টেন। গর্বিত একজন অস্ট্রেলীয়। কিন্তু আমি যখন আম্পায়ারিং করতে এলাম তখন পন্টিংয়ের ক্যারিয়ার শেষের দিকে ছিল। তবে ওকে সেরা ব্যাটসম্যানের তালিকা থেকে বাদ দিতে খারাপ লাগছে।
Discussion about this post