মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জুটি বেঁধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ধোনি যখন অধিনায়ক, কোহলি তখন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতেন। পরে তাঁর কাঁধেই ওঠে অধিনায়কের দায়িত্ব। ধোনির ছায়ায় থেকেই অধিনায়কত্ব শিখেছেন বলে জানিয়েছেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে পেছনের সেই দিনগুলির কথায় তা-ই জানিয়েছেন সময়ের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক কোহলি।
ধোনিই তাঁর মধ্যের অধিনায়ক কোহলিকে খুঁজে নিয়েছেন জানিয়ে কোহলির কথা, ‘অধিনায়ক হওয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। ম্যাচে ধোনির সঙ্গে সারাক্ষণ কথা বলতাম। কিছু বিষয়কে পাত্তা না দিলেও ও অনেক বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করত। আমি মনে করি ধোনি আমার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পেয়েছিল। দীর্ঘদিন পর্যবেক্ষণ করার পর আমার মধ্যে দেখেছিল নেতৃত্বগুণ।’
সাম্প্রতিক সময়ে কোহলির অধীনে দুর্দান্ত খেলছে ভারত। কী ব্যাটিং, কী অধিনায়কত্ব—সব দিকেই প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কোহলি। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে বরাবরের সফল ভারত এখন সাফল্য দেখাচ্ছে টেস্টেও। এ ক্ষেত্রে কোহলির নেতৃত্ব গুণের কথা বলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আর নেতৃত্বে পরিপক্ব হওয়ার পেছনে ধোনির অবদান অকপটে স্বীকার করেন কোহলি, ‘ধোনির কাছাকাছি থাকতে পারাটা অধিনায়ক হিসেবে আমার জন্য ভালো হয়েছে। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধীরে ধীরে তৈরি হয়েছি।’
ধোনির অধিনায়কত্বের বাটনটা যে কোহলির হাতেই উঠবে, তা ধোনি তাঁকে আগেই জানিয়েছিলেন বলে জানান কোহলি, ‘আমার আগের অধিনায়ক ( ধোনি) আমার ওপর অনেক দায়িত্ব দিত। আমাকে বলত তুমিই পরবর্তী নেতা। এই ভিতটা তৈরি হয়েছে ছয়– সাত বছরে।’
Discussion about this post