ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের আজকের যেই পথচলা তার বড় একটি অবদানে নাম রয়েছে হাবিবুল বাশার সুমনের। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সময়েই মূলত কঠিন ম্যাচে কিভাবে জিততে হয় সেটি টাইগাররা শিখেছে। ৫০ টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা এই তারকা বাংলাদেশকে ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন।
সম্প্রতি ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে বাশার বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট একাদশের নাম জানিয়েছেন। তবে তিনি যাদের সঙ্গে খেলেছেন তারাই ঠাঁই পেয়েছেন এখানে। আর এই দলে অনুমিতভাবেই রয়েছেন বাংলাদেশের ক্রিকেটের তিন সেরা তারকা সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। এছাড়া আছেন মাশরাফি বিন মর্তুজাও।
বাশারের দেশ সেরা টেস্ট দল: তামিম ইকবাল, জাভেদ ওমর, আল শাহরিয়ার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আমিনুল ইসলাম (অধিনায়ক), আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, তাপস বৈশ্য, শাহাদাত হোসেন।
Discussion about this post