ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশি হেফাজতে মৃত্যুর পর প্রতিবাদের ঝড় বইছে। বর্ণবাদের বিরুদ্ধে এ প্রতিবাদে এবার মুখ খুললেন ড্যারেন স্যামি।
আইপিলে খেলার সময় নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অধিনায়ক! এতদিন পর বিষয়টা বুঝতে পেরে ভীষণ চটেছেন এ অলরাউন্ডার।সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় অনেকে তাকে ডাকতেন ‘কালু’ বলে। শুধু স্যামিকেই নয়, সতীর্থ শ্রীলঙ্কান থিসারা পেরেরাকেও ডাকা হতো এই নামে।
এই শব্দের অর্থ এত দিন পর জানতে পেরে ইনস্টাগ্রামে স্যামি লেখেন, ‘ওহ! তার মানে যখন আইপিএলে সানরাইজার্সের হয়ে থিসারা ও আমাকে “কালু” নামে ডাকা হতো তার অর্থ এই? আমি ভাবতাম এর মানে শক্তিশালী ঘোড়া। আমি যখনই জেনেছি যে এর মানে অন্য কিছু তখন ভীষণ রাগ হয়েছে।’
গত সপ্তাহে স্যামি আইসিসি ও অন্যান্য ক্রিকেট বোর্ডের উদ্দেশে টুইট করে বলেন, ‘আমার মতো মানুষদের সঙ্গে কি ঘটছে তা কি আইসিসি ও অন্যান্য বোর্ড দেখতে পাচ্ছে না? আমাদের মতো মানুষদের সঙ্গে কি সামাজিক অবিচার হচ্ছে তার বিরুদ্ধে কি আপনারা প্রতিবাদ করবেন না? এটা শুধু যুক্তরাষ্ট্রে না সব জায়গাতেই হচ্ছে। এখন চুপ থাকার সময় না। আমি আপনাদের কথা শুনতে চাই।’
শুধু স্যামি নন, সতীর্থ ক্রিস গেইলও বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার। মারকুটে এই ব্যাটসম্যানের অভিযোগ, ক্যারিয়ারে অনেক বারই বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে কদিন আগেই লিখেছেন, ‘অন্য সবার মতো আমাদেরও বাঁচার অধিকার আছে। সবার জীবনের মূল্যই সমান।’
Discussion about this post