ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের কারণে ঘরবন্দি বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। পুরো ঘরকেই বানিয়ে ফেলেছেন অনুশীলনের মাঠ! জিম-রানিং ঠিকমতো করতে পারলেও ব্যাটিং অনুশীলন তো হচ্ছে না! তবুও ফিটনেসের ঘাটতি যাতে না থাকে তাই চার দেয়ালের মধ্যেই কঠোর ফিটনেস ট্রেনিং করে চলেছেন। প্রায়ই ছবি পোস্ট করছেন নিজের ফেসুবক পেজে। রবিবার ঘরের অনুশীলন শেষে নিজের ফেসবুকে ছবি পোষ্ট করে লিখেছেন, ‘পুরষ্কৃত হবে প্রতিটি ঘামের বিন্দু।’
বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে নামডাক আছে মুশফিকের। ঐচ্ছিক অনুশীলনের দিনগুলোতেও যিনি অনুশীলনে বিরতি দেন না। সেই মুশফিক বাসায় বসে আরাম নয়, করছেন কঠোর পরিশ্রম। এই পরিশ্রমই মুশফিককে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। হয়ে উঠেছেন রানমেশিন, দলের সেরা ব্যাটসম্যান। এজন্যই তার নামের পাশে ‘মি. ডিপেন্ডেবল’ তকমা।
তামিমের সঙ্গে ফেসবুক আড্ডায় মুশফিক বেশ কয়েকবারই বলছিলেন, ব্যাটগুলোকে খুব মিস করছেন। টানা কয়েক মাস ব্যাটিং করতে না পারা মুশফিক গত সপ্তাহে মিরপুর স্টেডিয়ামে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি চেয়ে বিসিবির কাছে অনুরোধ করেছিলেন। প্রথমে বিসিবি মানা করলেও মুশফিকদের অনুশীলনের কথা চিন্তা করে মিরপুর স্টেডিয়ামকে প্রস্তুত করছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সিরিজ বাদ হওয়ার পর শ্রীলঙ্কা সিরিজ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। আগামী জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা মুশফিকদের। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে কি না এ ব্যপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।
Discussion about this post