ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে এখন যেন দ্বৈত ভূমিকা পালন করছেন অধিনায়ক সার্জিও রামোস। নিজের মূলত দায়িত্ব অর্থাৎ রক্ষণ সামলানোর বিষয়টি তো আছেই, পাশাপাশি আক্রমণ এবং গোল করেও দলকে এনে দিচ্ছেন মূল্যবান পয়েন্ট। যার সবশেষ উদাহরণ মিলল লা লিগায় রিয়ালের শেষ ম্যাচেই।
চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা একের পর এক পয়েন্ট খোয়ানোর সুবাদে রিয়ালের সামনে চলে আসে নিজেদের অবস্থান ধরে রেখে লিগ শিরোপা নিশ্চিত করার সুযোগ। সেটি কাজে লাগানোর বদলে গেটাফের বিপক্ষে পা হড়কাতে বসেছিল জিনেদিন জিদানের শিষ্যরা। তবে অধিনায়ক রামোসের গোলে ১-০ ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্টই পেয়েছে তারা।
যার ফলে লিগের ৩৩ রাউন্ড শেষে এখন বার্সেলোনার চেয়ে পরিষ্কার ৪ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। সবশেষ ২০১৬-১৭ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭৪ পয়েন্ট। সমান ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার সংগ্রহ ৭০ পয়েন্ট। বাকি থাকা পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের।
বৃহস্পতিবার রাতে গেটাফের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করেছে রিয়াল। ম্যাচের সব পরিসংখ্যানই ছিল তাদের পক্ষে। তবে স্বাগতিকদের চমকে দেয়া আক্রমণ করতে কোন ভুল করেনি গেটাফেও। গোলরক্ষক থিবো কর্তোয়ার দৃঢ়তায় রক্ষা পায় রিয়াল। ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধেও পাওয়া যাচ্ছিল না গোলের কোন সাড়াশব্দ। ম্যাচের ৭৯ মিনিটের দিকে ভুল করে বসে গেটাফে। রিয়াল ডিফেন্ডার দানি কার্ভাহালকে ফাউল করা হয় ডি-বক্সের মধ্যে। সেই সুবাদে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।
Discussion about this post