ক্রীড়া ডেস্ক
একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। করোনা বিরতির পর মাঠে নেমে সাতশ গোলের অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
মেসি বন্দনায় মুখর ফুটবলপ্রেমীরা।
চির প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি তবে কোনো রেকর্ডে নাম লেখাবেন না?
অবশেষে ৬০ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙলেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
১৯৬০-৬১ মৌসুমের পর জুভেন্টাসের প্রথম খেলোয়াড় হিসাবে এক মৌসুমে ২৫ গোল করলেন তিনি। ৬০ বছর আগে এই দুর্দান্ত রেকর্ডের মালিক ছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভূত ইতালিয়ান তারকা ওমর সিভোরি।
সেই রেকর্ড ভাঙতে পারেননি আলেসান্দ্রো দেল পিয়েরো, রবার্তো ব্যাজিও এবং মিচেল প্লাতিনির মতো কিংবদিন্তরাও।
শনিবার তোরিনোর বিপক্ষে ডার্বি ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে সিভোরির সেই রেকর্ডে ভাগ বসালেন সিআরসেভেন।
এদিন শুধু রেকর্ডই হয়নি তার, দলও ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে।
ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। তবে ৬১তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে লিড নেন রোনাল্ডো। ওই গোলের আগে জেনোয়ার বিপক্ষে গোল পেয়েছিলেন রোনাল্ডো। সেটি ছিল আসরে ২৪তম গোল।
জুভেন্টাসে বরাবরই ধারাবাহিক রোনাল্ডো। তুরিনে পা রেখেই নিজের প্রথম মৌসুমে ২১ গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার ইতিমধ্যেই ২৫ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন। সংখ্যাটা আরও বাড়বে বলে আশাবাদী সিআরসেভেন ভক্তরা।
তথ্যসূত্র: ডিএনএ, স্পোটর্স ইলাস্ট্রেটেড
Discussion about this post