ক্রীড়া ডেস্ক
প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও বেন স্টোকস ভালোই খেলছিলেন। কিন্তু চতুর্থ দিনের শেষ বেলায় চমক দেখান ক্যারিবীয় বোলাররা। তাই বেশিদূর যেতে পারেনি ইংলিশরা। ১৭০ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে স্টোকসের দল।
গতকাল শনিবার ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৪ রান। দিন শেষে ৫ রানে উইকেটে আছেন জোফরা আর্চার। তাঁর সঙ্গে ১ রানে অপরাজিত রয়েছেন মার্ক উড
গতকাল শেষ ঘণ্টায় ৩৫ রানে ৫ উইকেট তুলে নিয়ে খেলা জমিয়ে তোলে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের পক্ষে আট বাউন্ডারিতে সর্বোচ্চ ৭৬ রান করেন জ্যাক ক্রলি। হাফসেঞ্চুরি করেন ওপেনার সিবলি। ৪২ রান করেন ররি বার্নস। ৪৬ রান করেন স্টোকস।
আজ রোববার সাউদাম্পটন টেস্টের শেষ দিনে লড়াইটা ভালোই হতে পারে। ইংলিশদের দ্রুত গুটিয়ে দিয়ে মাঠে নামতে পারলেই জয়ের নাগাল পেতে পারে ওয়েস্ট ইন্ডিজ। আর তা করতে না পারলে ম্যাচের ফল অন্য রকম কিছু হতে পারে। সব মিলিয়ে জমজমাট শেষ দিনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের বোলিং দাপটে ২০৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বিপরীতে ব্যাট করতে নেমে ৩১৮ রানে ইনিংস গুটিয়ে নেয় অতিথিরা। প্রথম ইনিংসে মাত্র ১১৪ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড প্রথম ইনিংস : ২০৪
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : (দ্বিতীয় দিন ৫৭/১) ১০২ ওভারে ৩১৮ (ব্র্যাথওয়েট ৬৫, হোপ ১৬, ব্রুকস ৩৯, চেজ ৪৭, ব্ল্যাকউড ১২, ডওরিচ ৬১, হোল্ডার ৫, জোসেফ ১৮, রোচ ১*, গ্যাব্রিয়েল ৪; অ্যান্ডারসন ২৫-১১-৬২-৩, আর্চার ২২-৩-৬১-০, উড ২২-২-৭৪-১, স্টোকস ১৪-৫-৪৯-৪, বেস ১৯-৫-৫১-২)।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : (আগের দিন ১৫/০) ১০৪ ওভারে ২৮৪/৮ (বার্নস ৪২, সিবলি ৫০, ডেনলি ২৯, ক্রলি ৭৬, স্টোকস ৪৬, পোপ ১২, বাটলার ৯, বেস ৩, আর্চার ৫*, উড ১*; রোচ ২২-৮-৫০-০, গ্যাব্রিয়েল ১৮-৩-৬২-৩, হোল্ডার ২০-৮-৪৩-১, চেইস ২৫-৬-৭১-২, জোসেফ ১৬-২-৪০-২, ব্র্যাথওয়েট ৩-০-৯-০)।
Discussion about this post