ক্রীড়া ডেস্ক
মহামারী করোনাভাইরাসের কারণে ১১৭ দিন বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের মধ্য দিয়ে ফের শুরু হয় ২২ গজের খেলা।
প্রথম টেস্টে সাউদাম্পটনে দুর্দান্ত জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারি দল।
শেষ তথা চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের দেয়া ২০০ রানের টার্গেট তাড়া করে ৪ উইকেটের জয় পেয়েছে ক্যারিবীয়রা।
এ জয়ে ৬১ বার জয়ের রেকর্ড সমুন্নত রাখল ওয়েস্ট ইন্ডিজ দল, যা অবিশ্বাস্যই বলা চলে।
চতুর্থ ইনিংসে ২০০ বা তার কম রান তাড়া করে কখনই হারের মুখ দেখেনি ক্যারিবীয়রা। এবারও তাই ঘটালেন জেসন হোল্ডাররা।
পরিসংখ্যান বলছে, চতুর্থ ইনিংসে ২০০ বা তার কম রান তাড়া করে ক্যারিবীয়রা খেলেছে ৬১টি টেস্ট। এতে জিতেছে ৫৫টিতে। আর ড্র করেছে ৬ টিতে। হার নেই একটিতেও।
৬১ বার রেকর্ড অক্ষুণ্ন রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত জেসন হোল্ডাররা।
এ ছাড়ায় এ জয়ের উৎসবে যোগ হতে পারে আরও একটি বিষয়। তা হলো ইংল্যান্ডের মাটিতে গত ২০ বছরে সিরিজের প্রথম টেস্ট জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার জেসন হোল্ডারের নেতৃত্বে সেই খরা কাটল ক্যারিবীয়দের।
তথ্যসূত্র: ইএসপিএন ক্রিক ইনফো
Discussion about this post