ক্রীড়া ডেস্ক
করোনাভাইরাসের কারণে থমকে যাওয়া ক্রীড়াঙ্গনে আলো ফিরতে শুরু করেছে। স্থগিত হওয়া সিরিজ ও টুর্নামেন্টগুলো ধীরে ধীরে মাঠে গড়াচ্ছে।
এবার মাঠে গড়ানোর অপেক্ষায় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। পেছায়নি বরং, এগিয়ে আনা হয়েছে বিগ ব্যাশের সূচি। গত আসরের চেয়ে দুই সপ্তাহ আগেই শুরু হবে এবারের লিগ।
বিগ ব্যাশের নবম আসরের প্রথম ম্যাচ হয়েছিল গত বছরের ডিসেম্বরের ১৭ তারিখে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের দশম আসরের খেলা। বুধবার (১৫ জুলাই) বিগ ব্যাশের দশম আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। তবে করোনা পরিস্থিতির কারণে এই সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে আয়োজকরা।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সম্ভাব্য তারিখ দেয়া হয়েছে ৬ ফেব্রুয়ারি ২০২১। টুর্নামেন্টে খেলা হবে ৬১টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়বে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। আট দলের টুর্নামেন্ট মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৫৬টি। শীর্ষ চার দলকে নিয়ে ৫ ম্যাচের ‘দ্য ফাইনালস’ অর্থাৎ শিরোপার লড়াই।
এদিকে, পুরুষদের বিগ ব্যাশের আগে নারীদের বিগ ব্যাশ আয়োজনেরও সূচি ঠিক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে নারী বিগ ব্যাশ লিগ।
Discussion about this post