ক্রীড়া ডেস্ক
আইপিএল আয়োজনে সবধরনের প্রস্তুতিই নিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারছেনা বোর্ডটি। শুক্রবার বোর্ডের শীর্ষ কর্তাদের ভিডিও কনফারেন্স শেষে জানা গেছে, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝিতে আইপিএল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভারত। এবারের আসরের ভেন্যু হতে যাচ্ছে আরব আমিরাত, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের।
দীর্ঘ আলোচনায় সিদ্ধান্ত এসেছে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি সন্তোষজনক অবস্থায় না থাকায়, এবার অন্য কোনো দেশে আসর আয়োজনে সম্মত হয়েছে বোর্ড। আর এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকেই পছন্দ বিসিসিআইয়ের। তবে, ম্যাচ সংখ্যা কিছুটা কমিয়ে আনা হবে।
সেপ্টেম্বরে শুরু হয়ে নভেম্বরে শেষ হবে আসর। ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে এবছরের আইপিএল সম্পন্ন করতে চায় ভারতীয় বোর্ড। তার আগে আরব আমিরাতে ভারতীয় ক্রিকেটারদেরকে অনুশীলন ক্যাম্পে পাঠাতে চায় বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় বোর্ডের শীর্ষ এক কর্তা পিটিআইকে জানিয়েছেন, আরব আমিরাতের ক্রিকেটীয় অবকাঠামো বেশ ভালো। ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সেটিকেই আমরা নিরাপদ ভেন্যু হিসেবে ভাবছি।
এছাড়া ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে ধর্মশালা ও আহমেদাবাদকে। যেখানেই ক্যাম্প হোক না কেন, সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ওই বিসিসিআই কর্তা।
Discussion about this post