ক্রীড়া ডেস্ক
ঈদুল আজহার পর সংক্ষিপ্ত পরিসরে দলগত অনুশীলনের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পরিবেশ যথেষ্টই নিরাপদ বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত অনুশীলনের জন্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যাওয়ার পর করোনাভাইরাস নিয়ে ভয় অনেকটাই দূর হয়ে গেছে মুশফিকের। খেলোয়াড়দের সুরক্ষার জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল রোরবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেন, ‘শুরুর দিকে আমি কিছুটা দ্বিধায় ছিলাম। একটু ভয় ছিল মনে, সবকিছু ঠিকভাবে হবে কি না। তবে মাঠে গিয়ে আত্মবিশ্বাস তৈরি হয়েছে।’
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরো বলেন, ‘মিরপুরের পরিবেশ যথেষ্টই সুন্দর। সবাই আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। খুবই ভালো একটা পরিবেশে আমরা অনুশীলনের সুযোগ পেয়েছি। যদি সবাই আত্মবিশ্বাসী হয়, তবে আমার মনে হয় গ্রুপে পাঁচ বা সাতজন এক সঙ্গে অনুশীলন শুরু করতে পারি।’
কড়া প্রটোকলে খেলোয়াড়দের জন্য অনুশীলনের ব্যবস্থা করায় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে মুশফিক বলেন, ‘বিসিবি সব কাজ দারুণভাবে করেছে। তাই বিসিবিকে ধন্যবাদ জানাতে হবে। বক্তিগত অনুশীলন ভালো ছিল। বাড়িতে চার মাস থাকার পর সূর্যের আলোতে আমরা অনুশীলন করার সুযোগ পাই, যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।’
Discussion about this post