ক্রীড়া ডেস্ক
খেলে ফেলেছেন ১৪১ টেস্ট। বোঝাই যাচ্ছে ক্যারিয়ারের কতটা পথ পেরিয়ে এসেছেন তিনি। তবে স্টুয়ার্ট ব্রডকে কখনও এমন পরিস্থিতির সামনে পড়তে হয়নি। শুধু তিনি কেন, ক্রিকেট ইতিহাসে কারোরই এমন অভিজ্ঞতা হয়নি যে বাবা জরিমানার শাস্তি দিয়েছেন! অভূতপূর্ব ঘটনাটি প্রথমবার ঘটেছে ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম টেস্টে। রোমাঞ্চকর ম্যানচেস্টার টেস্টে ‘অনুপযুক্ত ভাষা’ ব্যবহার করায় এই পেসারকে তার বাবা ক্রিস ব্রড করেছেন জরিমানা।
ক্রিকেটীয় নীতির বাইরে কোনও ঘটনা এটি অবশ্য নয়। স্বাভাবিক নিয়মে অন্য ম্যাচে যা ঘটে, সেটাই হয়েছে ম্যানচেস্টার টেস্টে। এই টেস্টের ম্যাচ রেফারি ছিলেন ক্রিস ব্রড। ছেলে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা ভাঙায় তিনি শাস্তি দিয়েছেন। অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা গেছে ব্রডের। সঙ্গে যোগ হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট।
ক্রিকেট ইতিহাসে প্রথমবার ছেলেকে শাস্তি দিলেন বাবা। করোনাভাইরাসের কারণে আইসিসি স্বাগতিক দেশের ম্যাচ রেফারি ও অফিসিয়াল নিয়োগের অনুমোদন দিয়েছে। ক্রিস ব্রড ইংল্যান্ডের হলেও তাই দায়িত্ব পালন করছেন ম্যাচ রেফারির। ছেলে বিধি ভাঙায় ঠিকই শাস্তি দিয়েছেন ইংল্যান্ডের হয়ে ২৫ টেস্ট খেলা সাবেক ব্যাটসম্যান।
ঘটনাটা পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৪৬তম ওভারে। চতুর্থ দিন সকালে ইয়াসির শাহ আউট হওয়ার পর ব্রড অনুপযুক্ত ভাষা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে এই পেসার তার শাস্তি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।
এবারেরটি ধরে গত ২৪ মাসে ব্রডের নামের পাশে যোগ হলো ৩ ডেমেরিট পয়েন্ট। যার প্রথমটি তিনি পেয়েছিলেন ২০১৮ সালে ভারতের বিপক্ষে ট্রেন্ট ব্রিজ টেস্টে, পরেরটি এ বছরের জানুয়ারিতে ওয়ান্ডার্সে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
Discussion about this post