ক্রীড়া ডেস্ক
ফুটবল প্রেমীদের কাছে বিশ্বকাপের পরের স্থানটিই হচ্ছে কোপা আমেরিকার। চলতি বছর কোপার আসর বসবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। মোট ১২টি দল নিয়ে হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ মহাযজ্ঞ।
কোপা আমেরিকার ৪৭তম আসরের চূড়ান্ত সূচি বৃহস্পতিবার জানানো হয়েছে । আগামী বছরের ১১ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ঠিক এক মাসের লড়াইয়ের পর এটি শেষ হবে ১১ জুলাই।
আসরের উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনায় ও ফাইনাল হবে কলম্বিয়ার মাঠে। আর্জেন্টিনার ৫ ও কলম্বিয়ার ৪ ভেন্যুতে হবে টুর্নামেন্টের ৩৮টি ম্যাচ। এর মধ্যে আর্জেন্টিনায় হবে ১৮টি ও কলম্বিয়ার মাঠে হবে বাকি ২০টি ম্যাচ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। পরে গ্রুপের বাকি চার ম্যাচ ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন; ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর তাদের ম্যাচ ১৭ জুন পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন একুয়েডরের বিপক্ষে।
সাউথ জোন: আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
নর্থ জোন: ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা ও পেরু।
Discussion about this post