ক্রীড়া ডেস্ক
৭৪তম স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফলে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না বিখ্যাত ‘হেলিকপ্টার শট’। দেখা যাবে না হিমশীতল ঠাণ্ডা মাথাতে নেওয়া কোন সিদ্ধান্ত যার জেরে কার্যত হারা ম্যাচ সহজেই জিতে নিল ভারতীয় ক্রিকেট দল। স্বাধীনতা দিবসের দিন ধোনির এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও অবাক ক্রিকেটপ্রেমীরা।
ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি সর্বদা মাঠে নিজের সেরা দেওয়ার চেষ্টা করেছেন। কখন উইকেটের পিছনে আবার কখনও মিডল অর্ডারে নেমে একা হাতে শেষ করেছেন একাধিক ম্যাচ। কার্যত তার মারা ছয় দেখার জন্য দীর্ঘদিন মাঠে গিয়েছেন ক্রিকেট প্রেমীরা। তাই শনিবার স্বাধীনতা দিবসের দিন আচমকা ধোনির নেওয়া এই সিদ্ধান্তে কিছুটা হলেও অবাক হয়েছেন একাধিক ক্রিকেটপ্রেমীরা। তবে মহেন্দ্র সিং ধোনির জীবনে রয়েছে বেশ কিছু ঘটনা। যা নিয়ে আগ্রহ রয়েছে একাধিক ক্রিকেটপ্রেমীরও।
এক ঝলকে দেখে নেওয়া যাক সেই সব আকর্ষণীয় ঘটনা:
১. একমাত্র অধিনায়ক হিসেবে ধোনির দখলে রয়েছে তিনটি আইসিসি ট্রফি। আইসিসি টি ২০ ২০০৭, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১১ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩। ক্রিকেট বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে এই রেকর্ড রয়েছে সকলের প্রিয় মাহির।
২. ক্রিকেটের পাশপাশি ধোনির পছন্দের খেলা ফুটবল। স্কুলে পড়ার সময়ে তিনি গোলকিপার ছিলেন।এছাড়াও তিনি ব্যাডমিন্টনে দক্ষ ছিলেন। এই দুই খেলাতেই ক্লাব এবং জেলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। পরবর্তীকালে কোচ কেশব বন্দোপাধ্যায়ের কারণেই তিনি ক্রিকেটে আসেন।
৩. হেলিকপ্টার শটের কারণে ধোনি জনপ্রিয়। কিন্তু এই শট রাঁচিতে এক টেনিস বল টুর্নামেন্টে তাকে শিখিয়েছিলেন তাঁর এক বন্ধু সন্তোষলাল।
৪. পাশপাশি ধোনির আরও এক ভালোবাসা গতি। অর্থাৎ তিনি মোটর রেসিং পছন্দ করেন। পাশপাশি তার নিজের কাছে রয়েছে একাধিক অত্যাধুনিক মডেলের বাইক। পড়াশোনার সময় থেকেই তার আকর্ষণ ছিল বাইকে। সেই সময়ে তার প্রথম বাইক ছিল রাজদূত। পরবর্তী কালে নিজের বাইকের প্রতি এই প্যাশনের কারণে একাধিক বাইক নিজের সংগ্রহে রাখেন। পরবর্তীতে তার সংগ্রহে আসে ইয়ামাহা আরডি ৩৫০। এছাড়াও ভারতে ধোনি প্রথম ব্যক্তি যিনি নিজের সংগ্রহে রেখেছিলেন কাওয়াসাকি নিঞ্জা এইচ২। অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এই বাইক পছন্দ করেন অনেকেই। এই বাইকে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স।
৫. এছাড়াও তার সংগ্রহে রয়েছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়। এই বাইকটি রয়েছে তাঁর নিজের শহর রাঁচিতে। অনেকের মত তিনিও হার্লে ডেভিডসন বাইকের ভক্ত। ধোনির এই বাইকে রয়েছে ১৬৯০ সিসি এয়ার কুলড ভি টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন। এছাড়াও তার সংগ্রহে রয়েছে কনফেডারেট এক্স ১৩২ হেলক্যাট। বিশ্বের খুব কম তারকার সংগ্রহে রয়েছে এই বাইক। যাদের মধ্যে রয়েছেন ব্র্যাড পিট, টম ক্রুজ, ডেভিড বেকহ্যামএবং রেয়ান রেনল্ড।আর ভারতে একমাত্র এই বাইক রয়েছে ধোনির গ্যারাজে। এছাড়াও রয়েছে কাওয়াসাকি জেডএক্স- ১৪আর। আর ধোনি সংগ্রহে রয়েছে কালো মডেলের এই বাইক। এই বাইকে রয়েছে ১৪৪১ সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন। আর এর গতি ৩০০ কিমি/ ঘণ্টা।
৬. এছাড়া ধোনির সংগ্রহে রয়েছে ডুকাটি ১০৯৮। খুব অল্প সময়ের জন্যই এই বাইক বাজারে আনা হয়েছিল। আর সেই কারণে বিশ্বজুড়ে এই বাইকের ক্রেতার সংখ্যা কম। তবে সেই সুযোগ ছাড়তে চাননি ধোনি। এই বাইক বাজারে আসার সঙ্গে সঙ্গেই তিনি কিনেছিলেন। নামের মতই এই বাইকে রয়েছে ১০৯৮ সিসি ইঞ্জিন। যা ১৬০ পিএস ক্ষমতা সম্পন্ন। যদিও পরবর্তীকালে এই সিরিজ টি পরিবর্তিত হয়ে ডুকাটি ১১৯৮ হিসেবে বাজারে আসে। এছাড়াও ধোনির সংগ্রহে রয়েছে আরও একাধিক বাইক। রয়াল এনফিল্ডের মাচিসমো, সুজুকি শগুন, ইয়ামাহা আরডি৩৫০, ইয়ামাহা ওয়াইজেডএফ ৬০০আর, বিএসএ গোল্ডস্টার সহ একাধিক বাইক রয়েছে তাঁর সংগ্রহে।
৭. আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের সময়ে তার ছিল লম্বা চুল। কিন্তু পরবর্তীকালে তিনি তার চুল কেটে ফেলেছিলেন। ক্রিকেটের পাশপাশি বিজ্ঞাপনের দুনিয়াতেও তিনি ছিলেন যথেষ্ট জনপ্রিয়।
৮. মহেন্দ্র সিং ধোনি একমাত্র ক্রিকেটার যিনি আটটি আইপিএল ফাইনাল খেলেছেন। এছাড়া ২০১৮ সালে টি ২০ ক্রিকেটে উইকেট কিপার হিসেবে সব থেকে বেশি ক্যাচ ধরে নয়া রেকর্ড করেছিলেন।
৯. এছাড়া তিনি খড়গপুর রেলস্টেশনে টিকিট এক্সামিনার হিসেবে চাকরি করতেন। ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ট্রাভেলিং টিকিট এক্সামিনার হিসেবে চাকরি করতেন।
১০. পাশপাশি ভারতীয় সেনাবাহিনীতেও তিনি যথেষ্ট উচ্চ পদমর্যাদার একজন আধিকারিক ছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে তিনি ছিলেন একজন লেফটেন্যান্ট কর্নেল। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই তাকে দেখা যায়নি আন্তর্জাতিক মঞ্চে। কিন্তু স্বাধীনতা দিবসের দিনেই তিনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন তা ভাবতে পারেননি কেউই।
Discussion about this post