ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এএফসি কোচ ইন্সট্রাক্টর কোর্স। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে বৃহস্পতিবার অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে এই কোর্স।
কোর্সে ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করছেন বাফুফের টেকিনিক্যাল ডাইরেক্টর পল স্মলি।
বাফুফে আয়োজিত প্রথমবারের মতো এই ইন্সট্রাক্টার কোর্সে দেশের ২০ জন কোচ অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী কোচ আছেন ৩ জন।
ইন্সট্রাক্টর কোর্সে যারা অংশ নিচ্ছেন-
মাহবুব হোসেন রক্সি, উজ্জ্বল চক্রবর্তী, অমিত রায়, ছাইদ হাছান কানন, মো. সালাউদ্দিন, মো. সেলিম মিয়া, পরিতোষ দেওয়ান, জুলফিকার মাহমুদ মিন্টু, মাসুদ পারভেজ কায়সার, আবদুল কাইয়ুম সেন্টু, আবু ফয়সাল আহমেদ, শহিদুল হক জুয়েল, শাহিনুল হক, আলী আসগর নাসির, আকবর হোসেন রিদন, সোহেল রহমান, সুজিত কুমার ব্যানার্জি।
তিন নারী কোচ হলেন-সাবিনা খাতুন, মিরোনা আক্তার ও জয়া।
Discussion about this post