ক্রীড়া ডেস্ক
প্রায় ছয় বছর পর আইপিএল সরে গেছে ভারতের বাইরে। করোনাভাইরাসের কারণে পুরো টুর্নামেন্টের ভেন্যু ঠিক করা হয়েছে আরব আমিরাতকে। আমিরাতে তিনটি ভেন্যুতেই হবে আইপিএলের ১৩তম আসরের পুরো ৬১টি ম্যাচ। যার ফলে এবার আর দেখা যাবে না বরাবরের মতো হোম এন্ড এওয়ে ম্যাচের লড়াই।
তবে এটিকেই অবশ্য ভালো দিক হিসেবে ধরছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) অধিনায়ক বিরাট কোহলি। তার মতে এখন হোম এন্ড এওয়ে না থাকায় ভ্রমণজনিত ক্লান্তি আসবে কম এবং তিনটি মাঠেই সব ম্যাচ হওয়ায় সব দলের জন্য থাকবে সমান সুযোগ।
বরাবরের মতো আইপিএলের এবারের মৌসুম নিয়েও আশাবাদী ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলি। এখনও পর্যন্ত আইপিএলের শিরোপা জিততে পারেনি ব্যাঙ্গালুরু। সর্বোচ্চ সাফল্য ২০১৬ সালের আসরে রানার্সআপ হওয়া। সেবার আইপিএলের রেকর্ড ৯৭৩ রান করেছিলেন কোহলি।
তার মতে, ব্যাঙ্গালুরুর এবারের দলটি ২০১৬ সালের মতোই ভারসাম্যপূর্ণ। কোহলির ভাষ্য, ‘আমাদের দলে অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টির জন্য প্রয়োজনীয় স্কিনের দারুণ এক ভারসাম্য রয়েছে। দলের ইয়ংস্টাররা দায়িত্ব নিতে মুখিয়ে আছে। এখন দেখার বিষয়ে আমরা কিভাবে তাদের সুযোগ করে দিতে পারি। সামনে রোমাঞ্চকর সময় অপেক্ষা করছে।’
‘আমি যেমনটা বলেছি, ২০১৬ সালের আসরটা আমরা সবাই উপভোগ করেছি, খুবই স্মরণীয় একটা টুর্নামেন্ট ছিল। সত্যি বলতে, এরপর এবারই প্রথম একটা ভারসাম্যপূর্ণ দল পেয়েছি মনে হচ্ছে। একটা দল হিসেবে আমরা ভালোভাবেই এগুচ্ছি, সব ব্যবস্থাপনাও দারুণ। এখন দেখার বিষয় মাঠে কতোটা দিতে পারি আমরা।’
Discussion about this post