ক্রীড়া ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজন করছে সাউথ এশিয়ান চেজ কাউন্সিল।
আগামী ২৭ সেপ্টেম্বর হোটেল লা মেরিডিয়ানে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এশিয়ান দাবা ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খালিফা আল নাহিয়ান। সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ।
টুর্নামেন্টে ৭৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে ৪৯ জন বাংলাদেশের। ১৫টি দেশ থেকে অংশ নিচ্ছেন বাকি ২৫ জন দাবাড়ু।
গতকাল মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি আমির আলী বলেন, ‘দাবা ফেডারেশনের সভাপতি বেনজীর আহমেদ বিশাল এই টুর্নামেন্ট আয়োজনে আমাদের সুযোগ করে দিয়েছেন। ভবিষ্যতে এমন আরো টুর্নামেন্টের আয়োজন করতে চাই আমরা।’
টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ছয় হাজার মার্কিন ডলার। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শামিম বলেন, ‘টুর্নামেন্টের আকর্ষণ বাড়ানোর জন্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিশ্বনাথন আনন্দকে যুক্ত করার চেষ্টা হচ্ছে। আশা করছি আমরা সফল হব।’
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী নাফিজ শরাফত, দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান দিপু ও ডা. শোয়েব আলম এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান সোহেল রানা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Discussion about this post