ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের খুদে সংস্করণ টি-টোয়েন্টিতে বোলারদের রেকর্ড নিয়ে খুব একটা মাতামাতি হয় না। কারণ ব্যাটিং তাণ্ডবের এই ক্ষেত্রটিতে বোলাররা তেমন সুবিধা করে উঠতে পারেন না।
তবে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে তোপ দাগানো দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার এ ফরম্যাটে ব্যতিক্রম। টি-টোয়েন্টি লিগ আইপিএলে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন রাবাদা।যা ইতিপূর্বে আর কেউ করেননি।
রেকর্ডটি হলো– আইপিএলে টানা ২১ ম্যাচে উইকেট শিকারের কীর্তি গড়েছেন এ প্রোটিয়া পেসার। ভারতীয় পেসার বিনয় কুমারের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ২০১২ ও ২০১৩ আসরে টানা ১৯ ম্যাচে উইকেট শিকার করেছিলেন এ ডানহাতি ভারতীয় পেসার।
চলতি আইপিএলে ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন রাবাদা। এই সাত ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছেন। গত মৌসুমেও একই কীর্তি গড়েছিলেন তিনি। কোনো ম্যাচেই উইকেটহীন থাকেননি রাবাদা। সব মিলিয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ২১ ম্যাচে টানা উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন এই প্রোটিয়া পেসার। এদের মধ্যে টানা ১০ ম্যাচে ন্যূনতম ২ উইকেট নেয়ার কীর্তি রয়েছে রাবাদার।
রাবাদার শেষ ১০ ম্যাচে বোলিং ফিগার–
২/২১ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে
৩/২৬ চেন্নাই
২/২৮ পাঞ্জাব
২/৩১ ব্যাঙ্গালুরু
২/৩৭ রাজস্থান
২/২৩ পাঞ্জাব
২/৩৮ মুম্বাই
৪/২২ হায়দরাবাদ
২/৪২ কেকেআর এবং
৪/২১ ব্যাঙ্গালুরুর বিপক্ষে।
পরিসংখ্যান বলছে, আইপিএলের ক্যারিয়ারে মাত্র ২৫ ম্যাচের ২১টিতেই টানা উইকেট শিকারের পর রাবাদার উইকেট সংখ্যা এখন ৪৮।
বিষয়টি অন্যান্য বোলারের জন্য বেশ ঈর্ষণীয়।
তথ্যসূত্র: ক্রিকইনফো, ইন্ডিয়া টুডে
Discussion about this post