ক্রীড়া ডেস্ক
প্রায় দশ বছর ধরে যে কীর্তির দেখা পাচ্ছিল না অস্ট্রেলিয়ার ক্রিকেট, আজ (সোমবার) মাত্র এক ঘণ্টার ব্যবধানে দুই ক্রিকেটার করে দেখালেন সেটি। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর শেফিল্ড শিল্ডে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন মাইকেল নেসার ও অ্যাশটন অ্যাগার।
এডিলেইডে পাশাপাশি দুই মাঠে একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন কুইন্সল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার এবং ওয়েস্ট অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার। প্রায় দশ বছর পর এমন কীর্তির দেখা গেলো অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ড ক্রিকেট।
পাশাপাশি আরেক মাঠ কারেন রল্টন ওভালে নেসারের কিছুক্ষণ পরই সাউদার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সাফল্যের দেখা পেয়েছেন অ্যাগার। নিজের ভাই ওয়েস অ্যাগারকে কট এন্ড বোল্ড করে ফাইফার পূরণ করেছেন তিনি। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে খেলেছেন ১৮৪ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস।
প্রায় দেড় বছর ধরে জাতীয় দলের স্কোয়াডে রয়েছেন মাইকেল নেসার। তবে এখনও অভিষেক হয়নি তার। অন্যদিকে এরই মধ্যে ৪ টেস্ট, ১৩ ওয়ানডে ও ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বাঁহাতি স্পিনার অ্যাগার।
অ্যাগার ও নেসারের আগে শেফিল্ড শিল্ডে সবশেষ একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন বাঁহাতি পেসার মিচেল জনসন।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে এমন ঘটনা ঘটেছে ৩২ বার। সবচেয়ে বেশি পাঁচবার একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম।
এছাড়া দুইবার করে এ কীর্তি রয়েছে স্যার গ্যারি সোবার্স, মুশতাক মোহাম্মদ, জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান ও রবিচন্দ্রন অশ্বিনদের। সবশেষ ২০১৬ সালে ভারতের বিপক্ষে কিংস্টন টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রস্টোন চেজ।
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে একই ম্যাচে সেঞ্চুরি ও দুই ইনিংসেই পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে মাত্র তিন ক্রিকেটারের। তারা হলেন ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসান।
Discussion about this post