ক্রীড়া ডেস্ক
বেশ ফুরফুরে মেজাজ নিয়েই মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরু করেছিলেন তামিম ইকবাল। কিন্তু শুরুর ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেয়েছে তামিম একাদশ।
এখন পর্যন্ত বিসিবি প্রেসিডেন্টস কাপের দুই ম্যাচ শেষ হয়েছে। তাতে একটি খেলে একটিতে জয় পেয়েছে নাজমুল একাদশ। মাহমুদউল্লাহ একাদশ দুটি খেলে জয় পেয়েছে একটিতে। তিন দলের এই টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি কেবল তামিম একাদশ। আজ নাজমুল একাদশের বিপক্ষে সেই জয়ের খোঁজে তামিমরা।
আগের ম্যাচে তামিমদের ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। আগে ব্যাট করতে নেমে মাত্র ২৩.১ ওভার স্থায়ী হয়েছে তামিমদের ইনিংস। ব্যাটসম্যানদের ব্যর্থ দিনে মাত্র ১০৩ রানে অলআউট হয় দলটি। এবার ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠে ছন্দে ফেরার পালার তামিমদের।
টুর্নামেন্টে প্রতি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ২৩ অক্টোবর হবে টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল সরাসরি টিভিতে সম্প্রচার করা হবে। সব ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর ধারা বিবরণী পাওয়া যাবে।
তামিম একাদশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ড বাই : শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান রানা।
নাজমুল একাদশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্ট্যান্ড বাই : সুমন খান, সাদমান ইসলাম, তানভির ইসলাম।
Discussion about this post