ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগের আসন্ন প্লে-অফ পর্বের ম্যাচগুলো থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পেশোয়ার জালমির ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তার জায়গায় ল্যাঙ্কাশায়ার সতীর্থ সাকিব মাহমুদকে দলে ভিড়িয়েছে পেশোয়ার।
করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার আগে পিএসএলের ২০২০ সালের আসরে ৭ ইনিংস খেলে ১০৮ রান করেছিলেন লিভিংস্টোন। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে প্লে-অফ পর্বেও খেলার কথা ছিল তার। কিন্তু ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের দলে ডাক পাওয়ায় পিএসএল থেকে নাম সরিয়ে নিয়েছেন তিনি।
দেশের বাইরে সাকিবের এটিই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে অনেকটা বিস্ময়করভাবেই বাদ পড়েছেন তিনি। জাতীয় দলের নির্বাচক পরিষ্কারভাবেই বলেছেন, দক্ষিণ আফ্রিকায় খেলার সুযোগ পেতেন না সাকিব। তাই তাকে স্কোয়াড বা রিজার্ভে রাখা হয়নি।
যার ফলে পিএসএল খেলার সুযোগটা পাচ্ছেন সাকিব। তিনি ছাড়াও ইংল্যান্ডের আরও পাঁচ ক্রিকেটার থাকছেন পিএসএলের প্লে-অফে। তারা হলেন অ্যালেক্স হেলস (করাচি কিংস), সামিত প্যাটেল (লাহোর কালান্দার্স), রবি বোপারা, অ্যাডাম লিথ ও জেমস ভিনস (তিনজনই মুলতান সুলতানসে)।
করাচিতে আগামী ১৪, ১৫ ও ১৭ নভেম্বর হবে পিএসএলের বাকি থাকা প্লে-অফ ম্যাচগুলো। প্রথমদিন অর্থাৎ ১৪ তারিখে হবে এলিমিনেটর-১ (লাহোর বনাম পেশোয়ার) ও কোয়ালিফায়ার-১ (মুলতান বনাম করাচি) ম্যাচ।
Discussion about this post