ক্রীড়া ডেস্ক
উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে একপ্রকার হোঁচটই খেল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। প্রস্তুতির অংশ হিসেবে খেলা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তারা হেরে গেছে ফিনল্যান্ডের কাছে।
বুধবার রাতে নিজেদের ঘরের মাঠেই ২-০ গোলে হেরেছে ফ্রান্স। ফিনল্যান্ডের বিপক্ষে আগের ৮ ম্যাচ জেতার পর এবারই প্রথম কোনো ম্যাচ হারল বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফিনল্যান্ডের কাছে এই পরাজয়ের গ্লানি নিয়েই শনিবার রাতে পর্তুগালের মুখোমুখি হবে তারা। দুই দলেরই সমান ৪ ম্যাচ খেলে রয়েছে ১০টি করে পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।
এদিকে শনিবার অন্যান্য ম্যাচেও দেখা গেছে নানান নাটকীয়তা। দুর্বল অ্যান্ডোরাকে ৭-০ গোলে হারিয়েছে পর্তুগাল, চেক প্রজাতন্তের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জার্মানি, ১-১ গোলে ড্র হয়েছে নেদারল্যান্ডস-স্পেন ম্যাচ।
এছাড়া এস্তোনিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে ইতালি। এ নিয়ে সবমিলিয়ে টানা ২০ ম্যাচ ধরে অপরাজিত রইল তারা। ইতালি সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।
Discussion about this post