ক্রীড়া ডেস্ক
মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম ম্যাচে নেপালকে হারানোর পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা পাচ্ছেন ফুটবলাররা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে অতিথি দলটিকে।
ম্যাচ শেষে ফুটবলাররা ড্রেসিংরুমে ফেরার সময় তাদের অভিনন্দন জানাতে নিচে নেমে আসেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ।
দীর্ঘ প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেললো বাংলাদেশ। ফিটনেসের ঘাটতিটা চোখে পড়লেও নেপালের চেয়ে প্রাধান্য নিয়েই খেলেছে। যদিও জামাল ভূঁইয়ারা মাঝমাঠে সেভাবে প্রাধান্য রাখতে পারেনি। তবে ফুটবল গোলের খেলা। সুযোগ কাজে লাগিয়ে দুটি গোল করে জয় নিয়ে মাঠ ছেড়েছেন তারা।
ম্যাচের পর বাংলাদেশ কোচ জেমি ডে বলেছেন, ‘আমাদের সামনে কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। নেপালের বিপক্ষে ম্যাচ দুটির মাধ্যমে আমরা সেই ম্যাচের জন্য তৈরি হবো। এ ম্যাচ জিতেছি। জয়ের ধারা অব্যাহত থাকলে ছেলেদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে।’
Discussion about this post