ক্রীড়া ডেস্ক
শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অন্যতম জনপ্রিয় ক্লাব।
এবার ক্রিকেটেও আসছে শেখ রাসেল। শনিবার (১৪ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সায়েম সোবহানের সভাপতিত্বে। সেখানেই তিনি ঘোষণা দেন ক্রিকেটেও শেখ রাসেল শক্তিশালী দল গঠন করবে। সামনে ক্লাবের নির্বাচন হবে। এর জন্য শক্তিশালী নির্বাচন কমিশনও গঠন করা হবে। এ কমিশনই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। ক্লাব চেয়ারম্যান আভাস দেন ৪৫ দিনের মধ্যেই নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে, ততদিন পর্যন্ত বর্তমান কমিটিই দায়িত্বে থাকবে।
সায়েম সোবহান বলেন, ‘ফুটবল ও ক্রিকেট দেশের জনপ্রিয় খেলা। সাফল্য পেতে দলীয়ভাবে যেমন শক্তিশালী দল গঠন করা হবে তেমনিভাবে এসব খেলা উন্নয়নের জন্য শেখ রাসেল কাজ করে যাবে। নির্বাচনের পরই ক্রিকেটে দল গঠনের প্রক্রিয়া শুরু হবে। ’
ক্লাব চেয়ারম্যান এজিএমে উপস্থিত পরিচালক ও সদস্যদের উদ্দেশে বলেন, ফুটবল ও ক্রিকেটে আমরা শক্ত অবস্থানে থাকতে চাই। কী করলে ভালো হয় তা আপনারা আমাকে জানাবেন। সাফল্যের জন্য একতা দরকার। যতদিন চেয়ারম্যানের দায়িত্বে থাকবো তা অটল রাখবো। সংগঠনে মতবিরোধ থাকবেই। কিন্তু শেখ রাসেলের ব্যাপারে আমরা এক ও অভিন্ন। মনে রাখবেন, খেলাধুলার উন্নয়নে শুধু ফেডারেশন নয়, ক্লাবগুলোর অনেক ভূমিকা আছে। যা আগেও আমরা করেছি, সামনেও করবো। ক্রীড়াঙ্গনে শেখ রাসেল এক বড় শক্তি।
এজিএমের আগে বিশেষ সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। এখানে পরিচালকদের পক্ষ থেকে প্রস্তাব আসে সামনে সংখ্যা কমিয়ে ভাইস চেয়ারম্যানের জন্য তিনটি পদ রাখার। তাছাড়া চেয়ারম্যান যেহেতু আছেন সেখানে সভাপতির পদটির আর প্রয়োজন পড়ে না। এ ব্যাপারে সায়েম সোবহান বলেন, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ নিয়ে আমি দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বসবো, তারপর সিদ্ধান্ত আসবে।
সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব ইসমত জামিল আখন্দ লাভলু। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডেকে সায়েম সোবহান ভাইকে শেখ রাসেলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। চেয়ারম্যান স্যার শত ব্যস্ততার মধ্যেও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি শুধু দিয়েই যাচ্ছেন আমরা তাকে কোনো ট্রফি উপহার দিতে পারিনি। তিনি যে ক্লাবকে কতটা ভালোবাসেন তার প্রমাণ ক্রিকেটে দল ঘোষণায়। আমাদের উচিত হবে দু’টো খেলাতেই সাফল্য এনে দেওয়ার। ’
Discussion about this post