নিউজ ডেস্ক
জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে’র দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষা করিয়ে একটি ভালো খবরের প্রত্যাশায় ছিলেন সবাই। কিন্তু সুখবর আসেনি। দ্বিতীয় পরীক্ষায়ও করোনাভাইরাস ধরা পড়েছে জেমি ডে’র শরীরে। তাই মঙ্গলবার নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে ডাগআউটে থাকতে পারছেন না প্রধান কোচ।
শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পরের দিন দুই দলের সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। জেমি ডে বাদে সবার রেজাল্টই নেগেটিভ আসে।
দ্বিতীয়বার করোনা পজিটিভ হওয়ায় মঙ্গলবার নেপালের বিপক্ষে প্রধান কোচকে তো পাচ্ছেই না বাংলাদেশ, এমন কি আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচেও জেমি ডে অনিশ্চিত। তাকে ঢাকায় রেখেই ১৯ নভেম্বর ফুটবল দল কাতার যাবে।
তবে একটা সুযোগ আছে। ৪ ডিসেম্বরের আগে পরীক্ষা নেগেটিভ হলে হয়তো জেমি ডে কাতারের বিপক্ষে ম্যাচের জন্য পরে যোগ দিতে পারেন দলের সঙ্গে।
Discussion about this post