ক্রীড়া ডেস্ক
আগের ওয়ানডেতেই বড় এক মাইলফলকে স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে হটিয়ে সবার ওপরে জায়গা করে নেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ২২ হাজার রান পূর্ণ করেন শচিনের চেয়ে ৩১ ইনিংস কম খেলেই।
এবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরও এক রেকর্ডে শচিনকে পেছনে ফেললেন কোহলি। ওয়ানডেতে ভারতীয় অধিনায়ক ১২ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৪২ ইনিংসেই।
১২ হাজার রানের মাইলফলকে পৌঁছার জন্য ২৩ রান হলেই চলতো বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে অনায়াসে তা পার হয়ে গেলেন টিম ইন্ডিয়া অধিনায়ক।
১২ হাজার রান করার জন্য ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীনের লেগেছিল ৩০০ ইনিংস। যেখানে ২৪২ ইনিংসেই এই রেকর্ড গড়েন কোহলি। এছাড়া ৩১৪ ইনিংসে এই মাইলফলকে পা রেখেছিলেন রিকি পন্টিং। এর পরের স্থানে আছেন তিন সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (৩৩৬), মাহেলা জয়াবর্ধনে (৩৭৯) ও সনাথ জয়াসুরিয়া (৩৯৯)।
হোয়াইটওয়াশ এড়াতে নেমে কোহলি সাজঘরে ফিরেছেন ৭৮ বলে ৬৩ রান করে। এবারও ভারতীয় অধিনায়ককে আউট করেছেন জস হ্যাজলউড। এই নিয়ে চলতি বছরে চারবার এই অজি পেসারের শিকার হলেন কোহলি।
Discussion about this post