ক্রীড়া ডেস্ক
নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করায় পাল্টেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টপ স্কোরারদের চালচিত্র। নয়তো আগের রাউন্ডগুলোর মত শীর্ষে থাকতেন লিটন দাস। গাজী গ্রুপ চট্টগ্রামের এ স্টাইলিশ ওপেনার এক থেকে দুইয়ে নামলেও তার দলের স্ট্রাইক বোলার মোস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত আছে।
এখন পর্যন্ত উইকেট শিকারে সবার ওপরে বাঁহাতি পেসার মোস্তাফিজ। কাটার মাস্টারের ঝুলিতে জমা পড়েছে ১৫ উইকেট। ছয় ম্যাচে ২৩.১ ওভার বল করে এক মেইডেনসহ মাত্র ১৩৩ রান খরচায় ১৫ উইকেট শিকারি মোস্তাফিজের সেরা ম্যাচ ফিগার ৫ রানে ৪ উইকেট।
ফরচুন বরিশালের ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি সবশেষ ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ উইকেট শিকার করে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। রাব্বির উইকেট সংখ্যা ৬ ম্যাচে ১৩টি।
এছাড়া জেমকন খুলনার ডানহাতি পেসার শহীদুল ইসলাম, গাজী গ্রুপ চট্টগ্রামের শরীফুল ইসলাম আর রাজশাহীর মুকিদুল ইসলাম মুগ্ধ ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে। উইকেট প্রাপ্তিতে তাদের ঠিক পেছনেই আছেন বেক্সিমকো ঢাকার মুক্তার আলি (৬ ম্যাচে ১০ উইকেট)।
উইকেট শিকারে পেসারদের কর্তৃত্বের মাঝে শীর্ষ ১০ উইকেট শিকারির তালিকায় আছেন মোটে দুজন স্পিনার। যার প্রথমজন হলেন শুভগত হোম। জেমকন খুলনার এ অফস্পিনার ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে আছেন মুক্তার আলির ঠিক পিছনেই।
এছাড়া উইকেট শিকারে শীর্ষ দশে আছেন আরেক স্পিনার রবিউল ইসলাম রবি (৪ খেলায় ৭ উইকেট)। এছাড়া অন্য শীর্ষ উইকেট শিকারীরা হলেন বেক্সিমকো ঢাকার দুই পেসার রুবেল হোসেন ও শফিকুল ইসলাম (৪ খেলায় ৮ উইকেট)।
Discussion about this post