ক্রীড়া ডেস্ক
বিশ্বের যে কোনো দেশের চেয়ে এখনও করোনার প্রকোপ ভারতে বেশি। এরই মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যাচ্ছে ভারত।
চারটি টেস্ট, পাঁচ টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল জানুয়ারির শেষ সপ্তাহে ভারত পৌঁছাবে। তবে লম্বা এই সফরটি অনুষ্ঠিত হবে কেবল তিনটি স্টেডিয়ামে। করোনার হুমকির কারণেই সিরিজ লম্বা হলেও ভেন্যু কমিয়ে এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার মোতেরা স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এরপর বিসিসিআইয়ের পক্ষ থেকেও সূচি জানানো হয়েছে। মোতেরা ছাড়াও সিরিজের বাকি দুটি ভেন্যু চেন্নাই এবং পুনে।
ভারত সফরের আগে শ্রীলঙ্কা সফরে যাবেন ইংল্যান্ড ক্রিকেট দল। সেখান থেকেই ২৭ জানুয়ারি চেন্নাইয়ে পৌঁছাবে ইংলিশরা। দুই বোর্ডের পক্ষ থেকে ঘোষিত সূচি অনুযায়ী, চেন্নাইয়ে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে সেখানেই। সেটি শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে।
এরপর দু’দল উড়ে যাবে গুজরাটের আহমেদাবাদে। সেখানকার মোতেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি শুরু ৪ মার্চ থেকে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হবে টেস্ট সিরিজটি।
টেস্ট সিরিজের পর বিরাট কোহলিদের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন বেন স্টোকস-জস বাটলাররা। এর মধ্যে টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা ১২ থেকে ২০ মার্চের মধ্যে। সর্বশেষ আয়োজন করা হবে ওয়ানডে সিরিজ। পুণেকেই ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২৩, ২৬ এবং ২৮ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে আসার কথা ছিল ইংলিশ ক্রিকেট দলের; কিন্তু করোনার কারণে তা আগেই বাতিল হয়ে যায়। এ কারণে ঠিক হয়, জানুয়ারি থেকে মার্চের মধ্যে টেস্ট ও সীমিত ওভারের সিরিজ আয়োজন করা হবে। পরের বছরই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই ছোট ফরম্যাটে বেশি জোর দিচ্ছে বিসিসিআই।
Discussion about this post