খেলাধূলা ডেস্ক
বাংলাদেশের সাবেক ক্রিকেটার শহীদুল আলম রতনকে সম্মান জানাল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কেনিংটন ওভাল স্টেডিয়াম। শহীদুল আলমকে সম্মান জানাতে ২৪ ঘণ্টার জন্য নিজেদের স্টেডিয়ামের নাম বদলে ‘কেআইএ শহীদুল আলম রতন ওভাল’ রেখেছে তারা।
করোনার সময়ে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াকর্মী এবং স্বেচ্ছাসেবকদের সম্মানিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে ইংল্যান্ডের এই স্টেডিয়ামটি।
বাংলাদেশের ক্রিকেটে ৯০-এর দশকে উইকেটরক্ষক হিসেবে খেলতেন শহীদুল। বর্তমানে ইংল্যান্ডেই বাস করছেন তিনি। সেখানকার ক্যাপিট্যাল কিডস ক্রিকেটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের সাবেক এ ক্রিকেটার। ক্যাপিট্যালস কিডস হলো, একটি চ্যারিটি প্রতিষ্ঠান, যেখানে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করা হয়। লকডাউনে এই শিশুদের সক্রিয় রাখার জন্য নানা ধরনের কাজ করে গেছেন তিনি।
এরপর নিজেদের কাজের ব্যাখা দিয়ে শহীদুল বলেন, ‘লকডাউনে যাওয়ার বিষয়টি নিয়ে আমরা কোচদের সঙ্গে আলোচনা করি। আমাদের তিন-চারটি ক্লাব আছে, ক্লাবের শিশুদের ভিডিও চ্যাটের মাধ্যমে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করানোর চেষ্টা করি। যাতে শিশুরা বাসায় কিংবা বাড়ির উঠোনে অনুশীলন করতে পারে। দু-সপ্তাহ পর আমরা ভার্চুয়াল পরীক্ষাও নিই।’
Discussion about this post