ক্রীড়া ডেস্ক
প্রতিপক্ষ যে বা যারাই হোক, অবলীলায় ছক্কা মারতে পারেন বলে ভক্তরা তাকে ভালোবেসে নাম দিয়েছেন ‘হিটম্যান।’ বেশ কয়েক বছর ধরেই এই নামের যথার্থতা প্রমাণ করে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। যিনি এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পৌঁছলেন অনন্য এক মাইলফলকে।
চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ব্যাট করছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৬৮ রান। রোহিত শর্মা ৭১ বলে ২৪ ও শুবমান গিল ৮৬ বলে ৩৮ রানে অপরাজিত রয়েছেন।
ব্যাটিংয়ের শুরু থেকেই সাবলীল খেলছেন গিল। তবে ২৪ রান করার পথে রোহিত গড়েছেন এক রেকর্ড। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করে ফেলেছেন হিটম্যানখ্যাত এ ব্যাটসম্যান। বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ছয়ের সংখ্যা বরাবর ১০০।
ইনিংসের ১৬তম ওভারের দ্বিতীয় বলে নাথান লিয়নের বোলিংয়ে লংঅন দিয়ে ছক্কা হাঁকান রোহিত। এটিই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তার শততম ছক্কা। অসিদের বিপক্ষে আর কোনো ব্যাটসম্যান ৭০টি ছক্কাও হাঁকাতে পারেননি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের হয়ে খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ ছক্কা রয়েছে ইয়ন মরগ্যানের নামের পাশে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ছক্কার সেঞ্চুরিতে প্রথম হলেও, বিশ্বের যেকোনো নির্দিষ্ট দলের বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০ ছক্কা হাঁকালেন রোহিত। ইংল্যান্ডের বিপক্ষে ১৩০টি ছক্কা রয়েছে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে তার ছয়ের সংখ্যা ৮৭টি।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৪৬টি ছক্কা হাঁকিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরা। এছাড়া হ্যামিল্টন মাসাকাদজা ও রোহিত শর্মার রয়েছে ৪১টি করে ছক্কা।
Discussion about this post