হাফ-ম্যারাথনে নারীদের মধ্যে সেরা কেনিয়ার নোয়াম জেবিত। রানারআপ মরক্কোর সুকাইনা। ফুল ম্যারাথনে ৪২ দশমিক সাত পাচ কিলোমিটার পাড়ি দিয়েছেন রানাররা। সেরা হতে হিশামের সময় লেগেছে ২ ঘণ্টা ১০ মিনিট, ৪১ সেকেন্ড।
ফুল এবং হাফ এই দুই ক্যাটাগরিতে রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেন ম্যারাথন রানাররা। গেল সপ্তাহের শেষদিকে ঢাকায় পৌছান বিদেশি প্রতিযোগিরা।
ঢাকার এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন,বেলারুশ, ইউক্রেন, মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। ফুল ম্যারাথনে বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়নের প্রাইজমানি ১৫ হাজার ডলার এবং রানার্সআপ পাবেন ১০ হাজার ডলার। দেশি-বিদেশি মিলে ফুল ও হাফ ম্যারাথনে ১০০ জন করে মোট ২০০ জন অংশ নেন ঢাকার এই প্রতিযোগিতায়।
Discussion about this post