খেলাধূলা ডেস্ক
সিরিজ জয়ের মিশনে আজ (শুক্রবার) দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছে স্বাগতিকরা। এক ওভারে ২ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের চাপে ফেলে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর সাকিব আল হাসানের আঘাতে দিশেহারা সফরকারীরা।
পরের ওভারেই আবার সাকিবের আঘাত। প্রথম ওয়ানডেতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি স্পিনার প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। ষষ্ঠ বলে তিনি বোল্ড করে ফেরান আন্দ্রে ম্যাকার্থিকে (৩)।
এর আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন মোস্তাফিজ। শুরু থেকে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়া এই পেসার দলকে এনে দিয়েছেন প্রথম উইকেট। নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে মোস্তাফিজ ফিরিয়েছেন সুনিল অ্যাব্রিসকে। ৬ রান করে ক্যারিবিয়ান ওপেনার ফিরেছেন মেহেদী হাসান মিরাজের ক্যাচ হয়ে।
প্রথম ওয়ানডেতে এসেছে সহজ জয়। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স এলেও কঠিন উইকেটে ব্যাটিংয়ে ভুগতে হয়েছিল বাংলাদেশকে। এরপরও দ্বিতীয় ওয়ানডেতে যে উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ম্যানেজমেন্ট, সেটা অনুমিত ছিল। হলোও তাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লড়াইয়ে আগের একাদশ নিয়েই নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল অ্যাব্রিস, জোশুয়া দা সিলভা (উইকেটকিপার), আন্দ্রে ম্যাকার্থি, জেসন মোহাম্মদ (অধিনায়ক), কাইল মায়ার্স, এনক্রুমা বনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, আলজারি জোসেফ, আকিল হোসেইন, কিয়র্ন ওটলি।
Discussion about this post